স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত—এ—খোদা (মাঃ আঃ) ইমামুল আশেকীন শায়েখুল আকবার ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল—মাহবুবী (মাঃ আঃ) হুজুর ও কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা (মাঃ আঃ) হুজুরের কনিষ্ঠ সন্তান। তিনি ২রা নভেম্বর, ২০০০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি জন্মের পূর্বে তাঁর পিতা—মাতা বিভিন্ন ভালো ভালো স্বপ্ন দেখেন। তাঁর দাদা ছিলেন— বিশিষ্ট সূফী সাধক আব্দুর রহমান সরকার (রহঃ) ও দাদী আমেরিকার নাগরিক মিসেস আনোয়ারা বেগম। তাঁর নানা ছিলেন— শাহ সূফী সৈয়দ মাহবুবে খোদা (রহঃ) ও নানী ছিলেন— প্রাক্তন কুতুবুল আকতাব সৈয়দা হামিদা বেগম (রহঃ)।
শৈশব থেকেই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে ইসলাম প্রচারে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর জন্মের ৪০ দিনের মাথায় তাঁর পিতা তাঁকে ঈদে মিলাদুন্নবী (সঃ)—এর মিছিলে কোলে করে নিয়ে মিছিলে অংশগ্রহণ করার বিরল ইতিহাস সৃষ্টি করেন। তরীকতের প্রতি আগ্রহ দেখে তাঁর মাতা ও তাঁর বড় ভাই তাকে নিজের সাথে রেখে আধ্যাত্মিকতার বিভিন্ন তা‘লীম দিতেন। পাশাপাশি তাঁর মাতা মোরাকাবার বিভিন্ন পদ্ধতি নিয়মিত শিক্ষা দিতেন, যা তার পরবর্তী জীবনে দৈনন্দিন রুটিনে পরিণত হয়। বর্তমানে সৈয়দ এ. এফ. এম. রহমত—এ—খোদা আধ্যাত্মিক সাধনায় উচ্চতর মাকামের সবক মশ্ক করছেন। তিনি ২০১১ সালে স্বপরিবারে উমরা হজ্জ ও দয়াল রাসূল (সঃ)—এর জিয়ারতে যান।
সৈয়দ এ. এফ. এম. রহমত—এ—খোদা শিক্ষা জীবনে একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি মাধ্যমিক তথা (O-Level) ও উচ্চ মাধ্যমিক তথা (A-Level) পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি উচ্চতর শিক্ষা ও গবেষণায় নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আশেকে রাসূল সংস্থার যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
